logo

   

জুনেই আসছে ক্রোম চালিত ল্যাপটপ

Photo

সার্চ জায়ান্ট গুগলের বানানো অপারেটিং সিস্টেম ক্রোম চালিত ল্যাপটপ আসবে বলেই জানা গেছে। সম্প্রতি শেষ হওয়া গুগলের আই/ও কনফারেন্সে গুগল ক্রোম অপারেটিং সিস্টেমভিত্তিক এই ল্যাপটপের ঘোষণা দিয়েছেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা সার্গেই ব্রিন। খবর বিবিস অনলাইন-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং এবং এসার প্রথম গুগলের ক্রোম অপারেটিং সিস্টেমচালিত ল্যাপটপ বাজারে আনবে। আর এই ডিভাইসগুলো ১৫ জুন থেকে যুক্তরাজ্যসহ আরো ৭৮ টি দেশে পাওয়া যাবে। ক্রোম অপারেটিং সিস্টেমচালিত এমন ল্যাাপটপের একটি প্রোটোটাইপ ৬ মাস আগেই গুগল দেখিয়েছিলো যার নাম দেয়া হয়েছিলো সিআর-৪৮। জানা গেছে, সিরিজ ৫ নামে যে ল্যাপটপ স্যামসাং বাজারে আনবে তার ডিসপ্লে হবে ১২.১ ইঞ্চির। গুগল ক্রোমবুক নামের এই ল্যাপটপে থাকবে ইনটেলের প্রসেসর এবং ১৬ গিগাবাইট স্টোরেজ সুবিধা। এদিকে, এসারও গুগলের ক্রোমবুক বাজারে আনার কথা জানিয়েছে,
জানা গেছে, গুগলের এই ল্যাপটপগুলো ৩৪৯ থেকে ৪৯৯ ডলারে বিক্রয় করবে স্যামসাং এবং এসার।

2011-05-16


এই পাতাটি ৪৭৩ বার প্রদর্শিত হয়েছে।


 মন্তব্য করতে লগিন করুন


  
.