logo

   

বিস্তারিত সংবাদ

News Photo পদ্মায় জেগে ওঠা স্থাপনাটি নীলকরদের কারখানা
রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে সম্প্রতি জেগে ওঠা প্রাচীন স্থাপনাটি ছিল নীলকরদের কারখানা। গতকাল শুক্রবার প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এ দাবি জানান। দাবির পক্ষে সভায় তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়।
বাঘা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ। প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এবং ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) পরিচালক মাহবুবর রহমান।
মাহবুবর রহমান বলেন, রাজশাহী জেলার ১৮৫০ সালের রঙিন নকশায় দেখা গেছে, রাজাপুরে দুটি কারখানা ছিল। আর ওই সময় সেখানে নীল চাষ হতো। এসব কারণে পদ্মা নদীতে জেগে ওঠা স্থাপনাকে নীলকরদের কারখানা বলে মনে করা হচ্ছে। তিনি আরও বলেন, পদ্মার ভাঙনে স্থাপনাগুলো বিলীন হওয়ার পর ১৯১০ সালের দিকে ঢাকা ও ফরিদপুর থেকে লোকজন এসে ওই স্থানে বসতি স্থাপন করে। এ কারণে সেখানকার লোকজন ওই স্থাপনা সম্পর্কে কিছু জানত না।

পাতাটি ২৭৪ বার প্রদর্শিত হয়েছে।

সংগ্রহকারী:

 মন্তব্য করতে লগিন করুন