logo

   

বিস্তারিত সংবাদ

News Photo দেশ প্রেমে উজ্জীবিত হয়ে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে: মিনু
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু বলেছেন, সবার উপরে দেশ, দেশের জন্য জীবন দিয়েছি আমরা আগামী দিনেও প্রস্তুত রয়েছি। জীবনের বিনিময়ে কেনা যে দেশ, দেশের মানুষের স্বাধীনতা, সে দেশ ও স্বাধীনতা আজ বিপন্ন প্রায়। এসরকারের হতে দেশ ও স্বাধীনতা কোনটিই নিরাপদ নয়। নতজানু পরারাষ্ট্রে নীতির কারণে সিমান্তে আজ আমার বাংলাদেশী ভাইদের পাখির মত গুলি করে মারছে বিএসএফ তার কোন প্রতিবাদ পর্যন্ত জানাতে পারছেনা ভারতের তাঁবেদার এ আওয়ামী সরকার। দেশ প্রেমিক জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসিদের আগামী দিনে প্রস্তুত থাকতে হবে, জাতীয়তাবাদ ও ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে শক্তভাবে মোকাবেলা করার জন্য। আর সে জন্য রমজানের ঐক্যর শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে আগামী দিনে বিজয়ের জন্য। সাধারণ মানুষ অপেক্ষা করছে, দেশ নেত্রীর দিক নির্দেশনার দিকে তাকিয়ে, ডাক পড়লেই বেরয়ে পড়বে সংগ্রমের মাঠে। আর তাদের নেতৃত্ব দেবার জন্য শহীদ জিয়ার সৈনিকদের প্রস্তুত থাকতে হবে সর্বদায়।
গতকাল বৃহ¯প্রতিবার মতিহার থানা বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন রাজশাহীর সাবেক মেয়র ও এমপি মিনু। বিনোদপুর ইসলামীয়া করলজ প্রাঙ্গনে আয়োজিত এ মাহফিলে মতিহার থানা বিএনপির সভাপতি আনসার আলী আনসারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন বুলবুল, বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টু, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, ওলিউল হক রানা, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রইসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খাজদার আলী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মতিহার যুবদল সভাপতি আব্দুল কুউস ডলার, সাধারণ সম্পাদক শাজাহান আলী, ৩২ নং ওয়ার্ড সভাপতি গোলাম রাব্বানি, ছাত্রদল রাবি শাখার আহ্বায়ক আরাফাত রেজা আসিক।মহানগর ছাত্রদল সভাপতি মাহফুজুর রহমান রিটন, মহানগর মহিলা দলের আহ্বায়ক নাজমা বেগম, যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট রওশন আরা পপি, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (২) মুসলিমা খাতুন বেলি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ রানা খন্দকার, যুগ্ম আহ্বায়ক মোজাদ্দেদ জামানি সুমন, যুব নেতা সুলতানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ

পাতাটি ২৬৩ বার প্রদর্শিত হয়েছে।

সংগ্রহকারী:

 মন্তব্য করতে লগিন করুন