logo

   

বিস্তারিত সংবাদ

News Photo মেয়র নাট্যোৎসবের পঞ্চমদিনে / অনুশীলন নাট্যদলের উত্তরখনা মঞ্চস’
মেয়র নাট্যোৎসবের পঞ্চমদিনে গতকাল মঙ্গলবার মেডিকেল কলেজ অডিটোরিয়ামে মঞ্চস” হয়েছে অনুশীলন নাট্যদলের নাটক ‘উত্তরখনা’ । নাটকটি রচনা ও নির্দেশনা করেছেন, মলয় ভৌমিক। প্রকৃতি নিভর কৃষিতে প্রকৃতির গতিবিধির উপর তীৰ নজর রাখতে হতো চাষীকে। মেঘ বৃষ্টির ওপর দীর্ঘদিনের নজরদারির অভিজ্ঞতা কৃষক ছড়িয়ে দিয়েছিল এক গ্রাম থেকে আরেক গ্রামে-এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে। কৃষি- শিৰার এই সব বয়ানের অধিকাংশই এ অঞ্চলে খনার বচন হিসাবে প্রচলিত। খনার জন্ম স’ান ও কাল নিয়ে বিস্তর বিতর্ক থাকলেও তার বচনগুলোর জন্য সে কৃষকের অন্তরে একটা স’ায়ী আসন করে নিয়েছে। খনার বচনের ভাষা সহজ সরল। খেয়াল করলে দেখা যাবে, এগুলোর প্রয়োগ অভিজ্ঞতাসম্পন্নঃ কোন দৈব বানী নয়। সন্দেহ নেই খনা ছিলো যুক্তিবাদী ও বিজ্ঞান মনস্ক। খনার সময়ে কৃষক ছিলো আত্মনির্ভর। কিন’ খনা উত্তর যন্ত্রনির্ভর প্রযুক্তির কালে সার, বীজ, কীটনাশক, সেচ, চাষ, ঋণ ইত্যাদি প্রায় সব উপকরনের জন্যই কৃষককে অন্যের ওপর ভরসা করতে হয়। বিশেষ করে ৰুদ্র ও প্রান্তিক চাষী এখন অনেক বেশি নির্ভরশীল। উৎপাদন ব্যাপক হারে বাড়লেও এই নির্ভরশীলতা কৃষিতে নতুন এক পরিসি’তির জন্ম দিয়েছে। কৃষকের বন্ধু খনা এই পরিসি’তিকে কি চোখে দেখতেন এমন প্রশ্নের কল্পিত উত্তর খোঁজার চষ্টা করা হয়েছে উত্তরখনা নাটকে। নাটক রচনা ঐত্যহ্যবাহী বর্ণনাত্মক রীতির পাশাপাশি যতদুর পারা যায় মাথায় রাখার চেষ্টা করা হয়েছে বচন রচনার সহজ-সরল ভাষা ও ঢঙ্গকে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিপন ঘোষ, শাওন উদ্দিন, ফাহমিদা শহরিন জিপসি, রায়হান উদ্দিন, শাহরিয়ার তারেক রিয়াল, আব্দুল্লাহ্‌ আল মামুন, তানজিদা নাহার জুঁই, মেহের্বন নেসা মনি, হুমাযুন শাকিল, শুভ কর্মকার, রাফিজুল অপু, যোবায়ের শাওন, মেহের্বন মণি, রাফিজুল অপু, বুলবুল মন্ডল, মামদুদুল করিম তমাল, অনিক হাসান, পলাশ মন্ডল, ইজাজা আহমেদ, মেহিদী হাসান দীপু। বিপুল সংখ্যক দর্শক নাটকটি উপভোগ করেন। আজকের নাটক মেডিকেল কলেজ অডিটোরিয়ামে নাট্যোৎসবের ষষ্ঠ দিনে আজ বুধবার মঞ্চস’ হবে থিয়েটার আর্ট ইউনিট ঢাকার নাটক আমিনা সুন্দরী।

পাতাটি ২৪৮ বার প্রদর্শিত হয়েছে।

সংগ্রহকারী:

 মন্তব্য করতে লগিন করুন