Largest Mobile Search Engine Of Bangladesh
              

 


ব্র্যান্ডের নাম

 
 
 
 
  

মোবাইল থেকেই বেশি টুইট

Photo সম্প্রতি টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ডিক কসটোলো জানিয়েছেন,
টুইটারে আপডেট হওয়া স্ট্যাটাস বা টুইটের ৪০ শতাংশই আসে বিভিন্ন মোবাইল
ডিভাইস থেকে। মোবাইল ফোন প্রযুক্তি টুইটারের জন্য কতোটা জরুরি তা বোঝাতে
গিয়ে তিনি এ তথ্য জানান।ওয়েবসাইট অল থিংস ডি আয়োজিত কনজিউমার ইলেকট্রনিক শো (সিইএস)-এ উপস্থিত হয়ে
টুইটার প্রধান এ’কথা বলেন। তিনি অনুষ্ঠানে টুইটার কেন সিইএস-এ অংশ নিচ্ছে,
এর ভবিষ্যৎ পরিকল্পনা এবং সেলিব্রিটি ইউজারদের উপর টুইটারের প্রভাব
সম্পর্কেও আলোচনা করেন।টুইটারের জন্য কোন অপারেটিং সিস্টেম বেশি গুরুত্বপূর্ণ এমন প্রশ্নের জবাবে
তিনি জানান, ৪০ শতাংশ টুইটই আপডেট হয় কোনো না কোনো মোবাইল ডিভাইস থেকে।
টুইটার ব্যবহারকারীদের মধ্যে মোবাইল ইউজারের সংখ্যা গত এক বছরে ২০ থেকে ২৫
শতাংশ বেড়েছে বলেও তিনি জানিয়েছেন।এদিকে ম্যাশএবল জানিয়েছে, মোবাইল ফোন থেকে এতো বেশি টুইট আপডেট হওয়ার পেছনে
অন্যতম কারণ হতে পারে টুইটার নিজেই। কেননা গত বছরে টুইটার তাদের নিজস্ব
আইফোন, আইপ্যাড, অ্যান্ড্রয়েড ও ব্ল্যাকবেরি ডিভাইসের অ্যাপ্লিকেশন তৈরি
করেছে। একই সঙ্গে ওয়েবের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমে টুইট করার সুবিধা তো
বহু আগে থেকেই ছিল।কথাপ্রসঙ্গে টুইটার প্রধান জানিয়েছেন, তুমুল জনপ্রিয় তার এই কোম্পানিতে এখন ৩৫০জন কর্মচারী রয়েছে।
 
  

বিজ্ঞাপন