logoআমার লেখালেখিআমার প্রিয় লেখাআমার ছবিঘরঅনলাইনে আছেন

আব্দুল্লাহ-আল-নোমান এর নতুন বন্ধু নাজমুল


আমাদের সাথে আছেন ৩৪ জন অতিথী
  

আব্দুল্লাহ-আল-নোমান এর অনলাইন ডায়েরী

আপনাদের সকলের উপর আল্লাহর শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক

ডায়েরী লিখছেন ৭ বছর ১০ মাস ২৬ দিন
মোট পোষ্ট ৬১টি, মন্তব্য করেছেন ১৫৪টি


জানি সে তুমি

লিখেছেন : আব্দুল্লাহ-আল-নোমান       তারিখ: ১৩-০৩-২০১০কারে যেন খুজে ফিরে

উদাসী চোখের নদী!

জানি, সে তুমি।

পৌনঃপৌনিক ফিরে আসে সেইসব রাত্রির কোলাহল

আলেয়ার পিদিম জেলে ডাক দিয়ে যায়—বেদনায়—!

শুধু নেই তোমার আহবান।

নেই সেই ফিরে আসা গান!

অথচ তোমার তরে

কী নিদারুণ আর্তি; আমার

চোখে,হৃদয়ে,মনে ও মননে-

মস্তিস্কের প্রতি নিউরনে!

৩৩৭৯ বার পঠিত

 
১৪-০৩-২০১০
মোঃ সাইদুর রহমান ( রেন্টু ) বলেছেন:
আজকে বুঝতে পারলাম। তুমি অলরাউনডার, খুব ভাল হয়েছে। বাহ্ বাহ্।
তোমার সর্বমঙ্গল কামনা করি।


মন্তব্য করতে লগিন করুন।
  

সাম্প্রতিক মন্তব্যছবিঘরের নতুন ছবি