logoআমার লেখালেখিআমার প্রিয় লেখাআমার ছবিঘরঅনলাইনে আছেন

আব্দুল্লাহ-আল-নোমান এর নতুন বন্ধু নাজমুল


আমাদের সাথে আছেন ২ জন অতিথী
  

আনারুল এর অনলাইন ডায়েরী

এই জালিম দুনিয়ায় বেঁচে থাকা বড়ই দায় ।

ডায়েরী লিখছেন ৪ বছর ৪ মাস ১৭ দিন
মোট পোষ্ট ৫০টি, মন্তব্য করেছেন ৬টি


ছাগলের সঙ্গে প্রণয়, অতঃপর বিয়ে!

লিখেছেন : আনারুল       তারিখ: ০৬-০৯-২০১৩প্রেম মানুষের সহজাত আবেগেরই পরিচায়ক। পোষা প্রাণীর জন্য এই ভালোবাসাও ব্যতিক্রম নয়। কিন্তু তাই বলে কোন ছাগলের প্রেমে হাবুডুবু খাওয়া মোটেই স্বাভাবিক নয়।

অথচ এই বিচিত্র প্রেমে পড়েছে ব্রাজিলের ৭৪ বছর বয়সী অবসরপ্রাপ্ত এক বিপত্নীক বৃদ্ধ। শুধু প্রেম নয়, ছাগলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধও হতে যাচ্ছেন তিনি। সব ঠিক থাকলে আগামী মাসেই তিনি মন্ত্র পড়ে ওই ছাগলের গলায় মালা পরাবেন।

খবরটা ফলাও করে প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যম। অ্যাপারেসিডো ক্যাসটালডো নামের ওই বৃদ্ধ ইতিমধ্যেই বিয়ের সব প্রস্তুতি শেষ করেছেন।

আট সন্তানের জনক ক্যাসটালডো ব্রাজিলিয়ান স্থানীয় দৈনিক প্যারাইবাকে জানান, ‘যখন কেউ বলে এটা করা ঠিক হচ্ছে না, তখন আমি বলি, ওই ছাগল কথা বলবে না, শপিং করার জন্য টাকা চাইবে না আর অন্তঃসত্ত্বাও হবে না।’

এরকম শক্ত যুক্তি দাড় করানোর পর আর কিই বা বলার থাকে।

৪৭৮ বার পঠিত

 
মন্তব্য করতে লগিন করুন।
  

সাম্প্রতিক মন্তব্যছবিঘরের নতুন ছবি